১৪ বছর বয়স। এ বয়সে অনেকেই ব্যাট হাতে ক্রিকেটের বুনিয়াদি শিখছে। কিন্তু ভারতের কিশোর প্রতিভা বৈভব সুর্যবংশী ইতোমধ্যেই লিখে ফেলেছেন ইতিহাসের নতুন অধ্যায়। মাত্র দশ ইনিংসে যুব ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আজ বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় যুব ওডিআই চলছিল ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে। বাঁহাতি ব্যাটার বৈভব যখন আকাশচুম্বী এক স্ট্রেইট সিক্স মারলেন, তখনই ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেললেন। সেটিই ছিল তার ক্যারিয়ারের ৩৯তম ছক্কা। এক দশকেরও বেশি সময় ধরে উন্মুক্ত চাঁদের দখলে থাকা রেকর্ড ভেঙে দিলেন মুহূর্তেই।আরো পড়ুন:বেথেলের ইতিহাস গড়া দিনে ইংল্যান্ডের দাপুটে জয়টসে নেমেই বেথেলের ইতিহাস, ভাঙলেন ১৩৬ বছরের রেকর্ড চাঁদ যেখানে ২১ ইনিংস খেলেছিলেন এই মাইলফলক ছোঁয়ার জন্য, বৈভব সেখানে পৌঁছে গেছেন অর্ধেক সময়েরও কমে। বয়স মাত্র ১৪, অথচ পরিসংখ্যান যেন...