জাতীয় স্টেডিয়ামে গত জুনে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকেট অনলাইনে কিনতে গিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন সমর্থকরা। সার্ভার ক্র্যাশ হওয়ায় নানা ঝক্কি-ঝামেলাও পোহাতে হয়েছিল তাদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও (বাফুফে) মুখোমুখি হতে হয়েছিল নানা প্রশ্নের। এবার তাই টিকেট বিক্রি ইস্যু নিয়ে সতর্ক পদক্ষেপ আগেভাগেই নিচ্ছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এ উপলক্ষে বুধবার বাফুফের কম্পিটিশন্স কমিটি বসেছিল আলোচনায়। সেখানেই নানা বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা জানিয়েছেন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। “৯ অক্টোবরের বাংলাদেশ–হংকংয়ের মধ্যকার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ নিয়ে কাজ শুরু করেছি। এবার টিকেটিং পার্টনার হিসেবে থাকছে কুইকেট। আশা করছি, ২৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকেট পাওয়া যাবে। গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করতে একজন দর্শকের সর্বনিম্ন খরচ পড়বে ৪০০ টাকা।” গত ১০ জুনের...