শাপলাকে তালিকভুক্ত করে প্রতীক হিসেবে বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) ইসিতে এ আবেদন করে দলটি। এর আগে প্রতীক তালিকায় ‘শাপলা’ না থাকার কারণে এনসিপিকে তা দেওয়া হয়নি বলে জানায় ইসি। গতকাল (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)নিবন্ধন পেলেও দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাবে না। নির্বাচন কমিশনের তালিকা থেকে তাদের বিকল্প প্রতীক নিতে হবে। ১১৫টি প্রতীক দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয় পাঠিয়েছিল নির্বাচন কমিশন। ভেটিংসহ আচরণবিধি ও প্রতীক তালিকা অনুমোদন হয়েছে। ইসি সচিব জানান, প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে। ইসি সচিব বলেন, ‘আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক...