বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের অপেক্ষার অবসান হয়েছে। তাদের নতুন বাসস্থান প্রস্তুত হয়েছে। কাপুর পরিবারের পুরোনো বাড়ি অর্থাৎ কৃষ্ণা রাজ কাপুরের বাড়িকেই নতুন করে তৈরি করা হয়েছে। আর এ বাড়ি যখন পুনর্নির্মাণ হচ্ছিল, তখন থেকেই সেখানে যাতায়াত করতেন রণবীর ও আলিয়া দম্পতি। দাঁড়িয়ে থেকে সেই কাজ দেখতেন তারা। ছয়তলা বাড়ি ইতোমধ্যে তৈরি হয়েছে। এবার জানা গেল, পরিবারের কারা কারা সেই বাড়ির অংশ পাবেন। সম্প্রতি কোরিওগ্রাফার ফারহা খানের ভ্লগে রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর বাড়ির ভাগাভাগি নিয়ে কথা বলেছেন। ঋদ্ধিমার দিল্লির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এ পরিচালক। সেখানেই রণবীর ও আলিয়ার নতুন বাসস্থান নিয়ে কথাবার্তা হয়। সেই বাড়িতে ঋদ্ধিমার কি কোনো প্রাপ্তি আছে? এর উত্তরে তিনি বলেন, হ্যাঁ, আমারও সেখানে একটি ঘর রয়েছে। ছয়তলা বাড়ির একটি তল সম্পূর্ণ আমার মায়ের...