ভারত একাদশে কোনো পরিবর্তন আনেনি। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলা দলটিই আজ আবার মাঠে নামছে। বাংলাদেশ দল আগের ম্যাচের দল থেকে ৪টি পরিবর্তন এনেছে। লিটন দাস না থাকায় তাঁর জায়গায় ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন। দলে ফিরেছেন তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন আর রিশাদ হোসেনও। তাঁদের জায়গা করে দিতে বাদ পড়েছেন শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান। টসে জিতেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। নিয়েছেন বোলিং। জাকের বলেছেন, রান তাড়া করতে চায় বাংলাদেশ। পিচ ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। এ ছাড়া লিটন দাস চোটের কারণে খেলতে পারছেন না, জানিয়েছেন সেটিও। নিজের ওয়ার্ম আপটা বাকিদের আগেই শেষ করেছেন জাকের আলী। ম্যাচের আগের ফিল্ডিং অনুশীলনেও নেই তিনি। নাহ, তাঁর খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জাকের আগেভাগে ড্রেসিংরুমে ফিরেছেন ম্যাচ জার্সি গায়ে দিতে।...