সাকিব আল হাসানকে কাটিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সুযোগ মুস্তাফিজুর রহমানের সামনে। আর মাত্র ১ উইকেট শিকার করলেই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি বনে যাবেন এই কাটার মাস্টার । বর্তমানে সাকিব আল হাসানের ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট শিকারের বিপরীতে মুস্তাফিজ করেছেন ১১৭ ম্যাচে ১৪৯ উইকেট শিকার। আজ (বুধবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে মাত্র ১ উইকেট শিকার করলেই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন মোস্তাফিজ। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচে ৮ উইকেট রয়েছে মুস্তাফিজের। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুস্তাফিজের। অভিষেক ম্যাচেই ৪ ওভার বল করে মাত্র ২০ রানের বিনিময়ে তুলে নেন ২ উইকেট। এরপর আর পেছনে তাকাতে হয়নি মুস্তাফিজকে। বল হাতে দারুন ছন্দে...