গত ১০ জুন হওয়া সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের টিকিট বিক্রি নিয়ে হয়েছিল নানা নাটক। অনলাইনে টিকিট কাটতে গলদঘর্ম হয়েছিলেন দর্শকরা। টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান রীতিমতো হ-য-ব-র-ল অবস্থা তৈরি করেছিলে। টিকিট বিক্রি শুরুর পর সার্ভার ডাউন হয়েছিল দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান টিকিফাইর। সে বিষয়টি মাথায় রেখে আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাফুফের কম্পিটিশন কমিটি। রোববার অনলাইনে টিকিট ছাড়বে এই ম্যাচের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কুইকেট। এবারের টিকেটিং পার্টনার তারা। অতীত তীক্ত অভিজ্ঞতা থেকে বাফুফে এবার কিছু শর্ত জুড়ে দিয়েছে পার্টনার প্রতিষ্ঠানকে। সার্ভার ডাউন হলেই গুনতে হবে ১০ লাখ টাকা জরিমানা। বুধবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। ম্যাচের সাধারণ...