২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পিএম এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এখনও তার নাম ঢালিউডে সমান গুরুত্ব রাখে। তবে এ জগৎ ছেড়ে তিনি পাড়ি দিয়েছেন দূর দেশে। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন দীর্ঘ সময় ধরে। তবে দূরদেশে থাকলেও দেশে আসা যাওয়ার মধ্যে থাকেন চিত্রনায়িকা। শোবিজে ততটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন অভিনেত্রী। ঘরে কিংবা বাইরে কোথাও ঘুরতে গেলে ভক্ত ও দর্শকের সঙ্গে সে মুহূর্তগুলো শেয়ার করতে ভালোবাসেন এ চিত্রনায়িকা।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কয়েকটি ছবি পোস্ট করেছেন শাবনূর। সেখানে শাবনূরকে দেখা যাচ্ছে সেই নব্বই দশকের স্নিগ্ধ লুকে সাদা রঙের হাতকাটা গাউনে মিষ্টি হাসিতে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। ছবি পোস্ট করে শাবনূর লিখেছেন, ‘রোদ, ফুল এবং ভালো অনুভূতি।’ প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার...