জাতিসংঘে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র বলেছেন, ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় দেশটি ‘যেকোনো পরিস্থিতিতেই’ প্রতিহত করবে। তিনি আরও বলেছেন, দোহা কোনো আগ্রাসনের মুখে নিরব থাকবেন না। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। মুখপাত্রের বক্তব্যে স্পষ্ট করা হয়েছে, ‘আমরা চাই স্পষ্টভাবে বলা যাক যে কাতারের সার্বভৌমত্বে আঘাতের জবাব আমরা দেব।’ তিনি আরও যোগ করেছেন, শুধু রেগে আছি বলা এখানে যথেষ্ট নয়। বিষয়টি অত্যন্ত গুরুতর।’ কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র বলেন, তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। ‘আমরা বিশ্বের বন্ধু রাষ্ট্রদের সঙ্গে যোগাযোগে আছি,’ তিনি বলেন। দোহার আকাশে হামলার জবাব দিয়ে কাতার ইসরাইলের দীর্ঘমেয়াদি অরুচি বা ‘দায়বদ্ধতার অভাব’ শেষ করতে চায়। মুখপাত্র বলেন, ‘আমরা ইসরাইলের দায়বদ্ধতার অভাব শেষ করব।’ উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর ইসরাইল দোহার একটি আবাসিক ভবনে বিমান হামলা...