হোয়াটসঅ্যাপে রিয়াল-টাইম অনুবাদ ফিচার চালু করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। এ ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কেউ অন্য ভাষায় মেসেজ পাঠালে, সেই মেসেজটি সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীর নিজের ভাষায় অনুবাদ হবে। এতে বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে চ্যাটিং আরও সহজ হবে। মঙ্গলবার মেটা বলেছে, হোয়াটসঅ্যাপে নতুন এক অনুবাদ ফিচার চালু করছে তারা, যার উদ্দেশ্য তিনশ কোটিরও বেশি ব্যবহারকারীর মধ্যে ভাষার বাধা দূর করতে সাহায্য করা। প্রাথমিকভাবে অনুবাদ ফিচারটি অ্যান্ড্রয়েড ডিভাইসে ৬টি ভাষায় ও আইফোনে ১৯টি ভাষায় ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। তবে ভবিষ্যতে এ ফিচারে মেটা আরও ভাষা যোগ করবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। যে ১৯টি ভাষার তালিকা হোয়াটসঅ্যাপ দিয়েছে, তাতে বাংলা নেই। এক ব্লগ পোস্টে মেটা বলেছে, “ফিচারটি এমনভাবে তৈরি হয়েছে, যাতে আপনার চ্যাটিংয়ের প্রাইভেসি সুরক্ষিত থাকে। ফলে আপনার মেসেজের অনুবাদ ক্লাউডে...