চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ১১ জন এবং হল সংসদে নয় জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বুধবার এ তথ্য জানিয়েছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী। এদিন মনোনয়ন ফরম প্রাথমিক বাছাইয়ে বাদ পড়াদের আপিল শুনানিও অনুষ্ঠিত হয়। আপিলে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া ১৯ জনের মধ্যে ১৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং চারজনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানান আরিফুল হক সিদ্দিকী। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে লড়তে মোট ৫২৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে জমা পড়েছিল ৪২৯টি। প্রাথমিক বাছাই শেষে সোমবার চাকসুর ওয়েবসাইটে ৪১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। চাকসু নির্বাচন কমিশন জানায়, বুধবার মনোনয়ন প্রত্যাহারের...