মৌসুমে প্রথম ক্লাসিকোর সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২৬ অক্টোবর লা লিগায় প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ। স্পেনের দুই পরাশক্তির ম্যাচটি হবে মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবেউয়ে। বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় শুরু হবে মাঠের লড়াই। ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রেয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ১৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। বৃহস্পতিবার শিরোপাধারীরা খেলবে খেলবে রেয়াল ওবেইদোর মাঠে। গত মৌসুমে চার ক্লাসিকোতেই জিতেছিল বার্সেলোনা। দুই দলের লড়াইয়ের সুদীর্ঘ ইতিহাসে কেবল দ্বিতীয়বার কোনো মৌসুমে রেয়ালের বিপক্ষে চার ম্যাচ জেতে কাতালান ক্লাবটি। লা লিগায় ৪-০ গোলের বড় জয়ের পর হান্সি ফ্লিকের দল সুপারকাপের ফাইনালে রেয়ালকে হারায় ৫-২ গোলে। কোপা দেল রের ফাইনালে ৩-২ এবং মৌসুমের শেষ ক্লাসিকোতেও ৪-৩ ব্যবধানে জেতে বার্সেলোনা। এই ম্যাচগুলো কাতালান ক্লাবটির ঘরোয়া...