দীর্ঘ সাত বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে আবারও কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। ভোট হবে ১৯টি কেন্দ্রে, শিক্ষার্থীরা অপেক্ষা করছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার এক নতুন সূচনার জন্য। কিন্তু ভোটের ঠিক আগে প্রার্থী-ভোটারদের মুখে শোনা যাচ্ছে অভিযোগ আর অনাস্থার সুর। নির্বাচন কমিশন, নিরাপত্তা ও শৃঙ্খলা কমিটি থেকে শুরু করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। নির্বাচনের আচরণবিধি ও আইনে আছে ফাঁক ফোকড়, এমন অভিযোগ এনে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী রাকিব সংবাদ সম্মেলন করে জানান, নির্বাচনে স্ট্যাডি গ্যাপ সহ কেউই প্রার্থী হতে পারবে না। কিন্তু কোনো এক ক্ষমতাবলে আরেক ভিপি পদপ্রার্থী শেখ খোদার নূর ইসলাম প্রাথমিকভাবে অযোগ্য হয়েও পরে যোগ্য প্রার্থীর তালিকায় নাম উঠিয়েছেন। ফলে দায়িত্বশীলদের প্রতি প্রশ্ন থেকেই যায়। এমন অনিয়মের অভিযোগ কেবল এক প্রার্থীর নয়। অনেকে বলছেন, আচরণবিধি ভঙ্গ করেও দৃষ্টান্তমূলক কোনো শাস্তি...