ঢাকা: যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে ত্রাণ পৌঁছাতে যাত্রা করা ৫১টি জাহাজের বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর হামলার অভিযোগ উঠেছে। বহরের সদস্যরা প্রকাশিত একটি ভিডিওতে তাদের একটি জাহাজে বিস্ফোরণের দৃশ্য তুলে ধরেছেন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে গ্রিস উপকূলের কাছে অবস্থানকালে কর্মীরা জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং কয়েকটি নৌযানকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।ফ্লোটিলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বহরের ওপর একাধিক ড্রোন থেকে অজ্ঞাত বস্তু নিক্ষেপ, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং কয়েকটি জাহাজে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত করা হয়নি। খবর মিডল ইস্ট আইয়ের।বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সরাসরি এসব মনস্তাত্ত্বিক হামলার অভিজ্ঞতা পাচ্ছি। কিন্তু আমরা কোনোভাবেই ভীত নই।’জার্মান মানবাধিকার কর্মী এবং ফ্লোটিলা সদস্য ইয়াসেমিন আচার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে জানান, বহরের অন্তত পাঁচটি জাহাজ...