যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিউইয়র্কে অবস্থানরত বা সফররত ইরানি কূটনীতিকদের কস্টকো -এর মতো পাইকারি স্টোরে কেনাকাটা এবং যুক্তরাষ্ট্রে বিলাসপণ্য কেনা নিষিদ্ধ করেছে। তবে তারা চাইলে এসব কেনাকাটা করতে পারবেন কেবল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিশেষ অনুমতি নিয়ে। আল-অ্যারাবিয়ার প্রতিবেদন অনুযায়ী মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য ইরানের ধর্মীয় নেতৃত্বের ওপর ‘সর্বোচ্চ চাপ’ সৃষ্টি করা। তিনি অভিযোগ করেছেন, ‘সাধারণ ইরানিরা যখন দারিদ্র্য, ধ্বংসপ্রায় অবকাঠামো এবং পানি ও বিদ্যুতের ঘাটতির মতো সংকটের মধ্যে দিন কাটাচ্ছে, তখন ইরানি কর্তৃপক্ষ বিদেশে বিলাসবহুল কেনাকাটা ও সুবিধা উপভোগ করছে।’ ২০১৭ সাল থেকে ইরানে ক্রমবর্ধমান দারিদ্র্য ও সরকারি দুর্নীতির প্রতিবাদে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের বিক্ষোভ নিয়মিত দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশটির শীর্ষ ধর্মীয় নেতৃত্ব আশঙ্কা করছে, অর্থনৈতিক দুরবস্থা অব্যাহত থাকলে...