আলাদা পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে সকাল থেকেই রণক্ষেত্র ভারতের লাদাখ৷ সেই বিক্ষোভেই পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চার জন৷ আলাদা পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে সকাল থেকেই রণক্ষেত্রভারতেরলাদাখ৷ সেই বিক্ষোভেই পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চার জন৷ গুরুতর আহত ৫০ জনেরও বেশি৷ তাদের মধ্যে রয়েছেন ২০ জন পুলিশকর্মী৷ পূর্ণ রাজ্যের দাবিতে গত ৩৫ দিন ধরে অনশনে বসেছিলেন লে অ্যাপেক্স বডির দুই সদস্য৷ সেই আন্দোলনে দিন ১৫ আগে যোগ দেন পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক৷ মঙ্গলবার ওই দুই সদস্যের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়৷ তার পরেই বিক্ষোভের ডাক দেয় ছাত্র-যুবরা, তাতে যোগ দিয়েছেন স্থানীয় মানুষও৷ সংবাদমাধ্যম সূত্রে খবর, একাধিক পুলিশ ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে৷ লে শহরে ভারতীয় জনতা পার্টির দফতরে লাগানো হয়েছে আগুন৷ এই অবস্থায় জারি হয়েছে কারফিউ৷ সোনম...