২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম ব্যাট হাতে একের পর এক বিস্ময় উপহার দেওয়া বৈভব সূর্যবংশী গড়লেন আরও এক রেকর্ড। মাত্র ১৪ বছর বয়সেই যুব ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে দিয়েছেন ভারতের এই ব্যাটার। ব্রিসবেনে বুধবার অস্ট্রেলিয়া যুব দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬৮ বলে ৭০ রানের ইনিংসের পথে ৬টি ছক্কা মারেন সূর্যবংশী। যুব ওয়ানডেতে এ নিয়ে তার ছক্কা হলো ৪১টি। এর আগে যুব ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা ছিল ভারতের সাবেক ক্রিকেটার উন্মুক্ত চাঁদের। তাঁর ছক্কা ৩৮টি। চাঁদ ২১ ম্যাচ খেলে মেরেছিলেন ৩৮ ছক্কা। সূর্যবংশী সেই রেকর্ড ভাঙলেন স্রেফ ১০ ইনিংসে। ৩০ বা এর বেশি ছক্কা মারতে পেরেছেন আর কেবল চার জন। ৩৫ ছক্কা মেরে তালিকায় তিনে বাংলাদেশের জাওয়াদ আবরার। পাকিস্তানের...