নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংক খাত বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিস সতর্ক করে জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের খেলাপি ঋণ নবায়নের নতুন নীতি সাময়িক চাপ কমাতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে ব্যাংকের জন্য ঝুঁকি আরও বাড়াবে। নতুন নীতির আওতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছরের মেয়াদে খেলাপি ঋণ নবায়ন করতে পারবে। এছাড়াও দু’বছরের গ্রেস পিরিয়ড এবং আদালতে মামলা থাকলে তা স্থগিত রাখার সুযোগ দেওয়া হয়েছে। মুডিসের মতে, এই সুবিধার ফলে প্রকৃত ঋণগ্রহীতাদের পরিশোধের সক্ষমতা যাচাই বিলম্বিত হবে। ফলে ব্যাংকগুলোর চাপ সাময়িকভাবে কমলেও দীর্ঘমেয়াদে ঋণ আদায় প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। ২০২২ সালের অভিজ্ঞতাও দেখিয়েছে, এই ধরনের সুবিধা কোনো দীর্ঘমেয়াদী সুফল দেয়নি। সংস্থা আরও সতর্ক করে বলেছে, নবায়নের পর ৯০ দিনের মধ্যে মামলা প্রত্যাহার এবং ২ শতাংশ ডাউন পেমেন্টের সুযোগ...