বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবির) সভাপতি পদে কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ ক্বাফী রতন নির্বাচিত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সিপিবির ত্রয়োদশ কংগ্রেসে নির্বাচিত ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির প্রথম সভা শেষে দলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকেলে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা হয়। সভায় নতুন কমিটির সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন—মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার ও আমিনুল ফরিদ। ‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’ এ স্লোগানকে ধারণ করে গত শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সিপিবির ত্রয়োদশ কংগ্রেস উদ্বোধন করা হয়। এরপর রাজধানীর বিএমএ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন হয়। সারা দেশ থেকে আসা ৫...