নামাজের শুরুতে তাকবিরে তাহরিমার পর অনুচ্চস্বরে সানা পড়া সুন্নতে মুআক্কাদা। এটি ফরজ বা ওয়জিব নয়। তাই ইচ্ছাকৃত বা ভুল করে সানা না পড়লে নামাজ নষ্ট হবে না বা সাহু সিজদা ওয়াজিব হবে না। তবে সাধারণ অবস্থায় কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃত এই সুন্নত ছেড়ে দেওয়া ঠিক নয়। একা নামাজ আদায়কারী, ইমাম ও মুক্তাদি সবার জন্যই নামাজের শুরুতে সানা পড়া সুন্নত। কিন্তু মুক্তাদি যদি ইমাম সানা পড়ে ফেলার পর নামাজে শরিক হন এবং ইমাম উচ্চৈস্বরে কেরাত পড়তে থাকেন, তাহলে মুক্তাদি সানা না পড়ে ইমামের তিলাওয়াত শুনবেন। ইমাম নিম্নস্বরে কেরাত পড়তে থাকলে মুক্তাদি নামাজে শরিক হয়ে সানা পড়তে পারেন। কারণ ইমাম যখন কোরআন তিলাওয়াত করেন, তখন ইমামের তিলাওয়াত শোনা মুক্তাদিদের ওপর ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, যখন কোরআন পড়া হয়, তখন চুপ থেকে মনোযোগ...