ঢাকা: দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি কিম কিয়ন হির বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রাথমিক শুনানি শুরু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে কালো স্যুট পরে আদালতে হাজির হন তিনি।ঘুষ ও শেয়ারবাজারে কারসাজির অভিযোগে গত আগস্টে গ্রেপ্তারের পর এটি ছিল তার প্রথম জনসমক্ষে উপস্থিতি। আদালতে সংক্ষিপ্ত বক্তব্যে কিম কিয়ন হি নিজের ব্যক্তিগত তথ্য নিশ্চিত করেন এবং জুরি বোর্ড নয়, বিচারপতির মাধ্যমে বিচার প্রক্রিয়া পরিচালনার অনুরোধ জানান। তবে মামলার অভিযোগগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।রাষ্ট্রপক্ষ আদালতে কিমের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তুলে ধরে জানায়, শেয়ারবাজারে কারসাজি, রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘন করে একটি প্রভাবশালী জরিপ পরিচালনা এবং ইউনিফিকেশন চার্চ থেকে ঘুষ গ্রহণের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ মামলায় দেশটির শীর্ষ রাজনীতিক ও ধর্মীয় নেতাদের...