ভারতের পূর্বাঞ্চলীয় শহর কলকাতা ও আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রাস্তাঘাট পানিতে ডুবে যানবাহন আটকা পড়েছে, ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং বহু মানুষ ঘন্টা ধরে জলমগ্ন এলাকায় আটকা পড়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কলকাতা আঞ্চলিক ভারতের আবহাওয়া দফতরের (আইএমডি) প্রধান এইচ আর বিস্বাস জানিয়েছেন, মঙ্গলবারের বৃষ্টি মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ২৫১.৬ মিলিমিটার (৯.৯ ইঞ্চি) রেকর্ড করেছে। এটি শহরে ১৯৮৮ সালের পর সবচেয়ে ভারী বৃষ্টি। পুলিশ জানিয়েছে, কলকাতায় ৯ জন নিহত হয়েছেন, এর মধ্যে বেশিরভাগের মৃত্যু বৈদ্যুতিক শকের কারণে। এছাড়া আরও দুই জন ডুবে মারা গেছেন। ভারী বর্ষণের ফলে রাজ্য রাজধানী কার্যত স্থবির হয়ে পড়েছে। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি ব্যাহত হয়েছে, বহু প্যান্ডাল এবং মাটির দেবতার মূর্তি ক্ষতিগ্রস্ত...