দক্ষিণ চীনে প্রলয়ংকরী টাইফুনের প্রভাবে সৃষ্ট বন্যা ও প্রবল ঝড়ের কারণে অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার তাইওয়ানের একটি হ্রদের বাঁধ ভেঙে পূর্বাঞ্চলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ১৭ জন মারা গেছেন, নিখোঁজ রয়েছেন অসংখ্য। টাইফুন রাগাসা বুধবার সুপার টাইফুন থেকে সিভিয়ার টাইফুনে রূপান্তরিত হয়। এটি ক্যাটাগরি ৫ হারিকেনের সমান এবং কয়েক দিন ধরে দক্ষিণ চীনের সাগরে প্রবল বেগে ঘুরে বেড়াচ্ছিল। তাওয়ানের প্রধানমন্ত্রী চো জুং-তাই বলেছেন, তিনি উদ্ধার কার্যক্রম সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছেন। কিছু ভূতত্ত্ববিদ এই ভাঙনকে ‘পাহাড়ি সুনামি’ হিসেবে বর্ণনা করেছেন। কারণ ধারণা করা হচ্ছে বাঁধটির ভাঙ্গনে প্রায় ১৫.৪ মিলিয়ন টন বা অলিম্পিকের ৬ হাজার সুইমিং পুলের সমান পানি ছড়িয়ে পড়েছে। বন্যার কারণে বেশ...