ভারতের লাদাখকে পৃথক রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষা দেওয়ার দাবিতে লেহ শহরে বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (২৪ সেপ্টেম্বর) লেহ-তে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর এনডিটিভির। বিক্ষোভকারীরা তাদের দাবির সমর্থনে অনশন ও কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছিল। এই আন্দোলনের সময় সহিংসতা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। সংঘর্ষ চলাকালীন বিক্ষোভকারীরা বিজেপির একটি অফিস ও পুলিশের একটি গাড়িতেও হামলা চালায়। লাদাখের জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক গত দুই সপ্তাহ ধরে এই দাবিতে অনশন করছেন। লাদাখের জনগণ তাদের জমি, সংস্কৃতি ও সম্পদ রক্ষার জন্য দীর্ঘদিন ধরে রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়ে আসছে। ২০১৯ সালের আগস্টে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর লাদাখকে জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে বিভক্ত করে...