পাকিস্তান ও সৌদি আরবের সদ্যস্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাড়ছে ভারতের অস্বস্তি। বিশ্লেষকরা বলছেন, তাৎক্ষণিক সামরিক হুমকি না থাকলেও এই পদক্ষেপ আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, গত সপ্তাহে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আলিঙ্গনের দৃশ্য ছিল বেশ অর্থবহ। আর এই উষ্ণতা আসে দু’দেশের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর। এর মধ্য দিয়ে ইসলামী বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর রাষ্ট্রের সঙ্গে উপসাগরের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী রাজতন্ত্র আরও ঘনিষ্ঠ হলো। রয়টার্সকে এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা বলেছিলেন, এ চুক্তি মূলত বহুদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। কিন্তু ভারতের কাছে এর তাৎপর্য অন্যরকম। নয়াদিল্লি গত কয়েক বছর ধরে রিয়াদের সঙ্গে সম্পর্ক উষ্ণ রাখলেও পাকিস্তানের...