নির্বাচন পরিচালনা বিধিমালায় শাপলা প্রতীক যুক্ত করতে নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধান সংশোধন করে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে তালিকাভুক্ত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুকূলে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক বরাদ্দের আবেদন জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর ইমেইলের মাধ্যমে আবেদন প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার আগারগাঁওয়ে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাচ্ছে না এনসিপি। তিনি বলেন, ‘এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই। অনুমোদন পাওয়া ১১৫ প্রতীকের মধ্যে শাপলা নেই। তালিকা থেকে এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব করতে হবে।’ নির্বাচন...