বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুর্নীতি দমন কমিশনকে ‘অর্থব প্রতিষ্ঠান’ আখ্যা দিয়ে এর কার্যক্রম নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, “আপনারা জনগণের টাকা আত্মসাৎ করে নিউ ইয়র্কে, লন্ডনে, দুবাইয়ে, কানাডার আটোয়ায়, অস্ট্রেলিয়ার সিডনিতে বাড়ি বানিয়েছেন… অনেক সম্পদ তৈরি করেছেন। খবরে কাগজে উঠে আসছে। সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্নি, আত্মীয়-স্বজন থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রীরা কারো ৬০২টি সম্পদ পাওয়া গেছে, কারো ফ্ল্যাট পাওয়া গেছে, অজস্র টাকা পাওয়া যাচ্ছে।” তিনি আরও বলেন, “দুর্নীতি দমন কমিশনকে আদালত ২৪ হাজার ৮২৪ কোটি টাকা স্পেসিফিকভাবে উদ্ধারের নির্দেশ দিয়েছে। দেশের বাইরে যে টাকাগুলো আছে, দুদক সেগুলো উদ্ধার করবে। কিন্তু এই কমিশন এখনও পর্যন্ত সেই টাকাগুলো উদ্ধার...