সফল জুটি ঢালিউড অভিনেতা শাকিব খান এবং চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। এই জুটি ঢালিউডকে দিয়েছেন একগুচ্ছ সুপারহিট সিনেমা। সেই তালিকায় আছে ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘রাজাবাবু দ্য পাওয়ার’। পেশাগত জীবনের বাইরেও তাদের ব্যক্তিগত সম্পর্কও অসাধারণ। তবে শাকিবের সঙ্গে সুসম্পর্ক থাকলেও তার ভক্তদের কারণে বিড়ম্বনায় পড়তে হয়েছে বদিউল আলম খোকনকে। সম্প্রতি নতুন এক সিনেমার শুটিং শুরু করেছেন বদিউল আলম খোকন। পুরাতন নম্বরে কেন তাকে পাওয়া যাচ্ছে না জানতে চাইলে শুটিং সেটে বসেই জানালেন পুরোনো এক ঘটনা। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘মাই নেম ইজ খান’ সিনেমার এক দৃশ্যে নায়ক শাকিব খান প্রেমিকা চরিত্রের অপু বিশ্বাসকে নিজের মোবাইল নম্বর দেন। দর্শকেরা তখনও জানতেন না নম্বরটি আদতে শাকিব খানের নয়। বিশ্বাসযোগ্যতার স্বার্থে পরিচালক পুরো নম্বরটিই সিনেমায় ফাঁস করে দেন। সেই...