ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আবারও শিরোনামে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার আর আইপিএল অধ্যায়কে বিদায় জানিয়ে এবার তিনি পা রাখছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল)-এ সিডনি থান্ডারের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করতে যাচ্ছেন অশ্বিন। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ফক্স ক্রিকেট ও কোড স্পোর্টসের প্রতিবেদন বলছে, আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই। আইপিএলে দুইবারের শিরোপাজয়ী অশ্বিন গত ২৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্ট থেকে অবসর নেন। ২২১ ম্যাচে ১৮৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮৩৩ রান করেছিলেন তিনি। তার অবসরের ঘোষণাই ছিল এক নতুন অধ্যায়ের ইঙ্গিত। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার যাত্রা।আরো পড়ুন:টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটনসহ চারজনমাত্র ১৪ বছর বয়সেই সূর্যবংশীর ছক্কার বিশ্বরেকর্ড এখন সেই ইঙ্গিতই বাস্তবে রূপ নিতে চলেছে। আগামী জানুয়ারির প্রথম দিকে সংযুক্ত...