বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেন। অথচ ১০ বছর আগেই নাকি সংসার সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। পরিবার, স্বামী, সন্তান— এ বিষয়গুলোকে তিনি বিশেষ মর্যাদা দেবেন বলেও জানিয়েছিলেন। সেই সময় ক্যাটরিনা বলেন, অন্য রকমের ভাবনাচিন্তা অনেকের থাকতেই পারে। কিন্তু আমার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বিয়ে করার স্বপ্ন দেখি। সন্তান নিয়ে সুখে সংসার করতে চাই। আমি এমনই। অভিনেত্রী আরও জানিয়েছিলেন, একটি সন্তানের জন্য মা ও বাবা উভয়েরই অবদান থাকে। তাই বিয়ের পর স্বামীর সঙ্গে মিলে সন্তানকে বড় করতে চান তিনি। অবশেষে সামাজিক মাধ্যমে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতি জানিয়েছেন, তাদের ঘরে আসছে নতুন অতিথি। তাদের সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। তারা লেখেন— আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। ভালোবাসা...