আট দফা দাবিতে কবি নজরুল সরকারি কলেজ বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন ইউনিট মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় তারা রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজে উচ্চশিক্ষা ও নারী শিক্ষার সংকোচন, কলেজ কাঠামো পরিবর্তনের উদ্যোগ এবং শিক্ষার বাণিজ্যিকীকরণের আশঙ্কার প্রতিবাদ জানান। বুধবার (২৪ সেপ্টেম্বর) কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কলেজের সব বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।আরো পড়ুন:রাবিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিপোষ্য কোটা চান না রাবির অনেক শিক্ষক রাবিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি মানববন্ধনে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, “কবি নজরুল একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমরা এখানকার অংশীজন। সাতটি কলেজে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রায় ১ হাজার ৪০০ পদ রয়েছে। যদি আমাদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তবে এসব পদ রক্ষিত থাকবে কি...