নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে শাপলা, শাদা শাপলা অথবা লাল শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এর একটি বরাদ্দ দিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর এ আবেদন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে বলা হয়, সম্প্রতি মাঠপর্যায়ে সব যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর এবং নিবন্ধনের সব শর্ত প্রতিপালন করার ফলশ্রুতিতে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গত ২০ সেপ্টেম্বর কমিশনের সিনিয়র সচিব গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকায় শাপলাকে অন্তর্ভুক্ত করা হয়নি এবং এ কারণে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেয়া যাবে না। আবেদনে আরও বলা হয়, নির্বাচন কমিশনের এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত এবং এমন বক্তব্য অনভিপ্রেত ও দুঃখজনক। নির্বাচন কমিশনের...