এশিয়ার ক্রিকেটে বাংলাদেশ-ভারত দ্বৈরথও বড় একটা জায়গা করে নিয়েছে। মাঠের ক্রিকেটের সঙ্গে সঙ্গে দুই দেশের এই লড়াই চলে দর্শকদের মধ্যেও। বাংলাদেশ-ভারতের সেই বাইশ গজের লড়াই আবারও মাঠে গড়াতে যাচ্ছে। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল। এ ম্যাচটি আরও বিশেষ হওয়ার কারণ, আজকে যারা জিতবে তাদের জন্যই একরকম নিশ্চিত হয়ে যাবে ফাইনালে খেলা। ফাইনালের দরজা উন্মোচন করার লক্ষ্যে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। খেরা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। কিন্তু প্রশ্ন হলো- পরিসংখ্যানে কারা এগিয়ে, বাংলাদেশ নাকি ভারত? সেই প্রশ্নের উত্তর অবশ্য টাইগার সমর্থকদের খুশি করবে না। পরিসংখ্যান বলছেন, এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাট মিলিয়ে মোট ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে...