রাজধানীর সরকারি ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির উদ্যোগে আপত্তি জানিয়ে মানববন্ধন করেছেন কলেজগুলোর শিক্ষকরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে একযোগে সাতটি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি করা হয়। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। মানববন্ধনে শিক্ষকরা বলেন, প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে কলেজগুলোর উচ্চশিক্ষা ও নারী শিক্ষার সংকোচন হবে। একই সঙ্গে কলেজগুলোর স্বতন্ত্র কাঠামো ও ঐতিহ্য বিলুপ্ত হবে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের (শিক্ষক) পদও বিলুপ্ত হওয়ার আশঙ্কা আছে। প্রকারান্তরে শিক্ষার বাণিজ্যিকীকরণ হবে। তারা আরও বলেন, সাত কলেজের জন্য একটি বিশ্ববিদ্যালয় হোক সেটির বিপক্ষে তারাও নন। কিন্তু সে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবশ্যই পৃথক স্থানে প্রতিষ্ঠা করতে হবে। সে বিশ্ববিদ্যালয়টি হবে...