আগামী বছর ফেব্রুয়ারিতে পবিত্র রমজান এবং জাতীয় সংসদ নির্বাচন থাকায় ‘অমর একুশে বইমেলা’ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর।চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলার তারিখ নির্ধারণ সংক্রান্ত সভায় এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে। এমন খবরে নড়েচড়ে বসেছেন কবি-লেখকেরা। যাদের পাণ্ডুলিপি এখনো শেষ হয়নি; তাদের কপালে দেখা গেছে চিন্তার ভাঁজ। কেউ কেউ মেনে নিয়েছেন সার্বিক দিক বিবেচনা করেই। ফলে কেমন হবে বা কেমন দেখতে চান এবারের বইমেলা? এমন প্রশ্নে জবাবে কথা বলেছেন অনেকেই। জনপ্রিয় লেখক ও উপস্থাপক ইকবাল খন্দকার বলেন, ‘সাধারণত পরিবর্তিত সময়ে বইমেলা ভালো হয় না। সেই হিসেবে আগামী মেলা ততটা ভালো হওয়ার কোনো কারণ নেই। তবু বাস্তবতা বিবেচনায় সময় পরিবর্তন না করে যেহেতু উপায় ছিল না, অতএব পরিবর্তিত সময়টা...