দ্রুতই এগোচ্ছে তোশাখানা-২ মামলার বিচার। এ নিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি এনএবিকে (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো) প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছেন। তারা দাবি করেছেন, এর উদ্দেশ্য তাদের রাজনৈতিক অঙ্গনে ফিরতে না দেওয়া। ইমরান খান বলেছেন, ২০২২ সালের নভেম্বর থেকে তিনি স্থানীয় ও বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তার ও পিটিআই নেতৃত্বের বিরুদ্ধে অসংখ্য মামলা গঠন করা হয়েছে, কিন্তু প্রধান মামলাগুলো খালাস বা শাস্তি স্থগিতের মাধ্যমে শেষ হয়েছে। আরও পড়ুনআরও পড়ুনপাক-ভারত উত্তেজনার মধ্যেই ইমরান খানের মুক্তির দাবি পিটিআইয়ের তিনি প্রশ্ন তুলেছেন, কেন শুধু তিনি ও তার স্ত্রী তোশাখানা-২ রেফারেন্সে আলাদা লক্ষ্যবস্তু হয়েছেন, অথচ নওয়াজ শরিফ ও আসিফ আলী জারদারি একই ধরনের উপহার অবৈধভাবে রক্ষণ করার পরও তাদের বিরুদ্ধে...