ঢাকা : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হতে চলেছেন। এর আগে গত আগস্ট মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ওপর মিষ্টি ছবি পোস্ট করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সেখানে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন ১+১=৩।সেই সময় পরিণীতি চোপড়া আরও লিখেছিলেন আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না। এ ছাড়া দুজনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ওই মিষ্টি পোস্ট দেখে বেজায় খুশি হন অনুরাগীরা। শুভেচ্ছার জোয়ারে ভাসান হবু বাবা-মাকে অনুরাগীরা। এখন বাবা-মা হিসেবে নতুন দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন তারা।সেই ঘোষণার পর অভিনেত্রী আর প্রকাশ্যে আসেননি। এবার নিজের ইউটিউব চ্যানেলে বেবি বাম্প নিয়ে নতুন ভিডিওতে দেখা দিলেন পরিণীতি চোপড়া। আট মাস আগে নিজের ইউটিউব চ্যানেলে শেষ ভিডিও শেয়ার করেছিলেন তিনি। এবার সেই...