বুধবার,(২৪ সেপ্টেম্বর ২০২৫) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। মূলত লেনদেনের শেষ দিকে ক্রেতার আধিক্য থাকায় সূচক ও লেনদেন বেড়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে বাজারটিতেও মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। মূল্যসূচক ও লেনদেন বাড়লেও এদিন ডিএসইতে লেনদেনের শুরুর দিকে অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়। ফলে মূল্যসূচকও ঋণাত্মক হয়ে পড়ে। তবে দুপুর ১টার পর বাজারে ক্রেতার আধিক্য দেখা যায়। বিনিয়োগকারীদের একটি অংশ বিভিন্ন কোম্পানির শেয়ার টানতে থাকায় সেগুলোর দাম বাড়ে। সেই সঙ্গে বাড়ে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের শেষ এক ঘণ্টা এই ধারা অব্যাহত থাকে। ফলে বেশিরভাগ...