অনশন ধর্মঘট এবং কমপ্লিট শাটডাউনের ডাক দিয়ে রাস্তায় নেমে এসেছে ভারতের লাদাখ অঞ্চলের হাজার হাজার বিক্ষোভকারী। রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে লেহ শহরে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সহিংস হয়ে ওঠে। জনতা কর্মকর্তাদের ওপর পাথর ছুঁড়ে মারে এবং লাদাখ বিজেপির সদর দপ্তরে আগুন ধরিয়ে দেয়। সেই সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে একটি পুলিশের গাড়ি। জবাবে পুলিশও কাঁদানে গ্যাসের শেল এবং লাঠিচার্জ করে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক স্মৃতিতে লাদাখে এই প্রথম এ ধরণের সংঘর্ষ দেখা গেল। অঞ্চলের জনগণের দাবি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য কেন্দ্র সরকার ৬ অক্টোবর লাদাখ প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের আহ্বান জানিয়েছে। সরকারের সঙ্গে আসন্ন আলোচনার পটভূমিতে এই সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত দুই সপ্তাহ...