আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। ব্যাটারদের তালিকায় সাইফ হাসান লাফিয়ে উঠেছেন ১৩৩ ধাপ, আর বোলারদের তালিকায় মোস্তাফিজুর রহমান জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে। এশিয়া কাপের শুরুতে একাদশে জায়গা না পেলেও আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুযোগ পান সাইফ। সেই ম্যাচে ২৮ বলে ৩০ রান করেন তিনি। এরপর সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন এই ডানহাতি। ২ চার ও ৪ ছক্কায় ৪৫ বলে ৬১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন সাইফ।দুই ম্যাচে ধারাবাহিক ব্যাটিংয়ের সুবাদে তিনি ১৩৩ ধাপ এগিয়ে ৪২৩ রেটিং নিয়ে উঠে এসেছেন ব্যাটারদের তালিকার ৮১তম স্থানে। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস আফগানিস্তানের বিপক্ষে ৯ ও শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রান করলেও দুই ধাপ এগিয়ে ৫৫৪ রেটিং নিয়ে পৌঁছেছেন ৪০তম স্থানে।তাওহিদ হৃদয় আফগানিস্তানের বিপক্ষে...