এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন টাইগার ক্রিকেটাররা। ফাইনালে ওঠার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে বড় সুখবর পেয়েছে লিটন বাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) পুরুষ ক্রিকেটের সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যেখানে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ১৩৩ ধাপ এগিয়েছেন সাইফ হাসান। এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে রান তাড়ায় দুর্দান্ত ব্যাটিং করেন সাইফ। ওপেনিংয়ে নেমে ৪টি ছক্কা ও ২টি চারে ৪৫ বলে ক্যারিয়ার সেরা ৬১ রানের ইনিংস খেলেন তিনি। দলের ৪ উইকেটে জয়ের ম্যাচে জেতেন সেরার পুরস্কার। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে সাইফের অবস্থান এখন ৮১তম। এদিকে শ্রীলঙ্কা ম্যাচে ২ ছক্কা ও ৪টি চারে ৩৭ রানে ৫৮ রান করেন তাওহিদ হৃদয়। র্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে তিনি আছেন ৪১...