চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে পরীক্ষা স্থগিত নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তাব নাকোচ করেছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর। দপ্তরটি শুধু দুইদিন পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।আরো পড়ুন:খুবিতে নারীর সুরক্ষা-বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতার সম্মাননা প্রদাতরুণ লেখক ফোরামের সভাপতি সজীব, সম্পাদক আ. রহিম খুবিতে নারীর সুরক্ষা-বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতার সম্মাননা প্রদা বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, চাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরীক্ষা স্থগিত করা সংক্রান্ত ভিন্ন প্রস্তাব থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধান অনুযায়ী উল্লিখিত নির্বাচনে শুধু নির্বাচনের দিন ও তার পরের...