এশিয়া কাপে বাংলাদেশের বড় চমক সাইফ হাসান। এ ডানহাতি ব্যাটসম্যান শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। দ্যুতি ছড়ানো পারফরম্যান্সের মাধ্যমে আইসিসি র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সাইফ। ১৩৩ ধাপ এগিয়ে র্যাংকিংয়ে ৮১তম স্থানে এসেছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে মোস্তাফিজুর রাহমানের। তালিকায় সেরা দশে ফিরেছেন মোস্তাফিজ। নিয়মিত পারফর্ম করা এই পেসারের ৬ ধাপ উন্নতি হয়েছে। নয় নম্বরে আছেন তিনি। তার ক্যারিয়ারের সেরা অবস্থান অবশ্য ৫ নম্বর। ২০১৭ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি।আরো পড়ুন:বিগ ব্যাশে খেলবেন অশ্বিন, সঙ্গী পাকিস্তানি বোলারবাংলাদেশের স্বপ্ন, চ্যালেঞ্জ আর সম্ভাবনার আজ ‘ভারত’ পরীক্ষা বাংলাদেশের স্বপ্ন, চ্যালেঞ্জ আর সম্ভাবনার আজ ‘ভারত’ পরীক্ষা এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ৩০ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৬১ রানের মহামূল্যবান ইনিংস খেলেন সাইফ। তিন বছর পর জাতীয় দলে ফিরে নিজের...