২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পিএম চীনের সর্বশেষ ও সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ নতুন ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেম ব্যবহার করে তিন ধরনের যুদ্ধবিমান সফলভাবে উৎক্ষেপণ করেছে। এই সিস্টেম এতদিন ছিল কেবল যুক্তরাষ্ট্রের হাতে। এই যুগান্তকারী সাফল্যের মধ্য দিয়ে চীন বিশ্বের অন্যতম প্রধান বিমানবাহী রণতরী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হলো। এর ফলে এখন থেকে চীনা যুদ্ধবিমানগুলো আমেরিকার মতো এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে পূর্ণ শক্তি নিয়ে উড্ডয়ন করতে পারবে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে পঞ্চম প্রজন্মের জে-৩৫ স্টিলথ ফাইটার, ৪.৫ প্রজন্মের জে-১৫টি ফাইটার এবং কেজে-৬০০ প্রাথমিক সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমানকে উন্নত ইএমএএলএস প্রযুক্তি ব্যবহার করে উড্ডয়ন করতে দেখা গেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চীনা গণমাধ্যম সিসিটিভি এই পরীক্ষাকে নৌবাহিনী রূপান্তরের এক ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ...