বালদোনি বর্তমানে তার সহ-অভিনেত্রী ব্লেক লাইভলির সঙ্গে আইনি জটিলতায় জড়িত। খবরটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পিপল। স্থানীয় টেলিভিশন চ্যানেল কেসিটিভি-৫ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম জাস্টিন লি ফিশার। ১৫ সেপ্টেম্বর রাত ২টার পর লিওউড এলাকায় কেলসের গেটঘেরা বাড়ির সামনে তাকে আটক করা হয়। ফিশার নাকি একসময় পুলিশ কর্মকর্তা ছিলেন, পরে বেসরকারি গোয়েন্দা হিসেবে কাজ শুরু করেন। তাকে ‘অপরাধমূলক অনধিকার প্রবেশ’-এর অভিযোগে মামলা দেওয়া হয়েছে। এর আগে থেকেই জাস্টিন বলদোনি চেষ্টা করছিলেন টেলর সুইফটকে তার মামলায় জড়াতে। তবে ১২ সেপ্টেম্বর বিচারক লুইস লাইম্যান রায়ে জানান, বলদোনির আইনজীবীরা সময়মতো সুইফটকে সাক্ষ্যগ্রহণের জন্য আহ্বান করেননি। তাই তারা আর সময় বাড়াতে পারবেন না। বিচারক লিখেছেন, ‘যেহেতু যথাযথ উদ্যোগের প্রমাণ পাওয়া যায়নি, তাই সময় বাড়ানোর আবেদন খারিজ করা হলো।’ এমনকি এক পর্যায়ে শোনা যাচ্ছিল, টেলর সুইফট...