বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ছয় দিন যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে, এই সময়ে ইলিশ রপ্তানিতে কোনো বাধা নেই। এই সময়ে বেনাপোল বন্দরে পণ্য উঠানামা, খালাস এবং বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, পূজার কারণে ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ৩ অক্টোবর (শুক্রবার) সকাল থেকে আমদানি-রপ্তানি চালু হবে বলে জানান কার্তিক। তবে শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় বন্দর ব্যবহারকারীরা বলছেন, শনিবার থেকে আমদানি-রপ্তানি পুরোপুরি চলবে। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি ওপারের সিঅ্যান্ডএফ থেকে চিঠি দিয়ে আমাদের...