পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত জসিম আহমেদ নিজের অপকর্ম আড়াল করতে এবার নিজের ছোট ভাই মাসুদুল ইসলাম, তার স্ত্রী ফারিহা এবং বন্ধু মোহাম্মদ ওয়াশি ইবতেদার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করেছেন। গত ২২ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় জসিমের পক্ষে মামলাটি দায়ের করেন হোটেল রামাদার সিনিয়র এইচআর অফিসার আহমাদুল হাসান। এর আগে ৮ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালী থানায় একই ধরনের আরেকটি মামলা করেন হোটেল রামাদার ক্যাশিয়ার বুলবুল ফাহাদ। দুটি মামলার এজাহারে অভিযোগ থেকে জানা যায়, হোটেল রামাদার (হোটেল আইবিআইএস লিমিটেড) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) কক্সবাজার শাখার একটি অ্যাকাউন্ট থেকে মাসুদুল ইসলাম বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। গত ২০ আগস্ট অ্যাকাউন্ট নম্বর ০১৮২১১২০০০০০২৮৬৭ থেকে ৪৬ লাখ ৫৩ হাজার ৯৯ টাকা, ২৪ আগস্ট ৪২ লাখ ৭৪ হাজার ৮৭৪ টাকা,...