একাধিক কর্মকর্তার পারস্পরিক যোগসাজশে উধাও হয়েছিল বিমানবন্দর গোডাউনের ৫৫ কেজি স্বর্ণ। দুই বছর পরও এসব স্বর্ণের হদিস মেলেনি। তবে চিহ্নিত করা গেছে জড়িতদের। নিজেদের রক্ষায় কর্মকর্তারা গুদামের আলমারি কেটে সাজিয়েছিলেন চুরির নাটকও। এমন দুর্ধর্ষ চুরির ঘটনা বের হয়ে এসেছে এনবিআরের তদন্তে। ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের একটি উচ্চনিরাপত্তাবিশিষ্ট ট্রানজিট গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েব হয় প্রায় দুই বছর আগে। যা নিয়ে তোলপাড় হয় সারা দেশে। যাতে রক্ষিত ছিল বিভিন্ন সময় আটককৃত স্বর্ণালংকার। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করে প্রতিবেদন জমা দিলেও তা আর প্রকাশ হয়নি। তবে তা এসেছে ইনডিপেনডেন্ট টিভির হাতে। যেখানে উঠে আসে, গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তারাই কিভাবে ৫৫ কেজি স্বর্ণ বিভিন্ন সময় সরিয়ে নিয়েছেন। তদন্তে উঠে আসে, ঘটনার দিন...