অভিনয় থেকে বেশ আগেই নিজেকে দূরে সরিয়েছেন তাহসান খান। এবার গান থেকেও বিদায়ের ইঙ্গিত দিয়েছেন দেশের জনপ্রিয় এই শিল্পী। বিদেশে একটি কনসার্ট শেষে তিনি জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন।গত রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্নে এ কথা জানান তাহসান। ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশটিতে সংগীতসফরে আছেন এই গায়ক । গত ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হয়েছে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেডের পর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি এবং ২০ সেপ্টেম্বর মেলবোর্নে গান শোনান তাহসান। ২৭ সেপ্টেম্বর গাইবেন পার্থে।তাহসান গান থেকে সরে দাঁড়ানোর সেই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভক্ত ও অনুরাগীরা বিভিন্ন ব্যাখ্যা এবং সমালোচনায় মেতেছেন।বিশেষত এ সংগীতশিল্পীকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, দাড়ি রেখে বুঝি স্টেজে...