দক্ষিণ এশীয় গেমসের স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত যেন প্রতিবারই নিজেকেই চ্যালেঞ্জ করছেন। জাতীয় মঞ্চেও তিনি এখন রেকর্ডের শীর্ষে।বুধবার অনুষ্ঠিত ৪১তম পুরুষ ও ১৮তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় আবারও নতুন ইতিহাস গড়লেন তিনি। ৬৯ কেজি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে মাবিয়া তুলেছেন মোট ২১০ কেজি—ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি এবং স্ন্যাচে ৯২ কেজি। এই সংখ্যাটিই এখন দেশের নারী ভারোত্তোলনের নতুন রেকর্ড। এর মাধ্যমে তিনি অর্জন করেছেন সেরা নারী ভারোত্তোলকের খেতাবও। অর্জন নিয়ে উচ্ছ্বসিত মাবিয়া বলেন, ‘আজ যে ভার তুলেছি, এটি আমার ক্যারিয়ার সেরা এবং বাংলাদেশেরও সেরা। আগের রেকর্ডে আমি ১১৬ কেজি (ক্লিন অ্যান্ড জার্ক) ও ৮৯ কেজি (স্ন্যাচ) তুলেছিলাম। আজ সব মিলিয়ে পাঁচ কেজি বেশি তুলতে পেরেছি। ’ নারী ভারোত্তোলনে প্রতিদ্বন্দ্বীর অভাব মাবিয়াকে যেন আরও উঁচুতে পৌঁছে দিচ্ছে। তিনি যোগ...